• Bengali Word টুয়ান, টোয়ান English definition [ট্রয়ান্‌, টোয়ান্‌](ক্রিয়া) ১ উস্কিয়ে দেওয়া; লেলিয়ে দেওয়া; আক্রমণের জন্য এগিয়ে দেওয়া (রাস্তার ছোঁড়াদের টুইয়া দিত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); পার্থপরে টোয়াইয়া দিলেক মাহুত-কাশীরাম দাস)। ২ সজাগ করে দেওয়া। ৩ হাতড়িয়ে খোঁজা বা ঠাহর করা; তালাশ করা। ৪ ইশারা করা। {(হিন্দি) √টোহ}