• Bengali Word টুটা English definition [টুটা] (ক্রিয়া) ১ ভগ্ন করা বা হওয়া; ভাঙা বা ভেঙে যাওয়া। ২ করা বা হওয়া। ৩ দূর করা বা হওয়া; ঘুচানো বা ঘোচা (খাইতে সোয়াস্তি নাই নাহি টুটে ভুক-বড়ু চণ্ডীদাস)। ৪ লাঘব হওয়া বা করা (সতী ঝির প্রতি কেন টুটিল সম্মান-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। □ক্রি, (বিশেষণ) হ্রাস করা বা হওয়া; কমা বা কামানো (আহার টুটান মাতা দিবসে দিবসে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। □(বিশেষ্য) ১ ছিন্ন করা বা হওয়া; ভেদ করা বা হওয়া (স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল-রবীন্দ্রনাথ ঠাকুর)। □(বিশেষণ) ১ ভগ্ন; চূর্ণ (ইরাকের টুটা তখ্‌ত্‌-কাজী নজরুল ইসলাম)। ২ ছোট; অল্প; কম (তুমি যে রাজার বেটা কে তোমাতে টুটা-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। টুটই ((ব্রজবুলি)) (ক্রিয়া) টুটায়; ভাঙে; দূর করে। টুটইতে ((ব্রজবুলি)) (অসমাপিকা ক্রিয়া) টুটিতে; টুটিলে; টুটালে (টুটইতে নাহি টুটে প্রেম অদ্ভুত-বিদ্যাপতি)। টুটন (বিশেষ্য) ১ ভগ্না হওন। ২ ছিন্ন হওয়া। ৩ চূর্ণ হওন। ৪ দূর হওন। ৫ লাঘব হওন। ৬ হ্রাস হওন। ৭ লাঘ; হ্রাস (এত করিতে নারিব সুগ্রীব বলের টু্টুন-কৃত্তিবাস ওঝা)। টুটব ((ব্রজবুলি)) (ক্রিয়া) টুটিব (টুটব বিরহ কি ওর-বিদ্যাপতি)। টুটল ((ব্রজবুলি)) (ক্রিয়া) টুটিল; ছিঁড়িল (টুটল গীমক মোতিম হার-বিদ্যাপতি)। টুটানো, টুটান (ক্রিয়া) ১ ভগ্ন করা; দূর করা; ঘুচানো। ২ হ্রাস করা; কমানো। ৩ লাঘব করা বা হানি করা। টুটাফুটা (বিশেষণ) বিণ ১ ভাঙাচোরা; ফুটাফাটা (টুটাফুটা বাটি)। ২ অর্ধনগ্ন; আধাভাঙা। ৩ অর্ধশুদ্ধ; ভাঙা ভাঙা (টুটাফুটা আরবী-সৈয়দ মুজতবা আলী)। টুটায়ব ((ব্রজবুলি)) (ক্রিয়া) টুটাবে টুটবে; নষ্ট করবে; ভাঙ্গবে; দূর করবে (হামারি গৌরব তুঙ্গ বাঢ়ায়লি অব টুটায়ব কে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √ক্রট্‌>}