• Bengali Word টুঁ ২ English definition [টু](বিশেষণ) অল্পার্থে (একটু, আধটু)। {ধ্বন্যাত্মক; বাংলা প্রত্যয়}
    • Bengali Word টুঁ, টু English definition [টুঁ, টু] (বিশেষ্য) ১ ‘টুঁ’ বা ‘টু’ শব্দ। ২ সামান্যতম শব্দ; নগণ্যতম শব্দ; ক্ষীণতম শব্দ; (কোথাও টুঁ শব্দ নেই)। ৩ সামান্য প্রতিবাদ; কোনো প্রকার উত্তর-প্রত্যুত্তর (টুঁ করা)। ৪ লুকোচুরি; খেলায় লুকিয়ে থাকা জায়গা থেকে সাড়া দেওয়ার ধ্বনিবিশেষ। টু দেওয়া (ক্রিয়া) সাড়া দেওয়া; নিজের অস্তিত্ব জ্ঞাপন করা। টু শব্দ না করা ১ একেবারে নিস্তব্ধ থাকা; সম্পূর্ণ নিঃশব্দে থাকা। ২ সাড়া না দেওয়া; চুপ করে থাকা। ৩ সম্পূর্ণ নীরবে বা বিনা প্রতিবাদে সবকিছু মেনে নেওয়া। {ধ্বন্যাত্মক}
    • Bengali Word টুঁই English definition ⇒টুই