• Bengali Word টিম, টীম English definition [টিম্‌](বিশেষ্য)দল (ফুটবল টিম)। {(ইংরেজি) team}
    • Bengali Word টিমটিম English definition [টিম্‌টিম্‌] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) মিটমিট; আলোকের ক্ষীণত্ব বা অনুজ্জ্বলতা বাচক শব্দ; মিটমিট (টিমটিম করে আলো জ্বলে)। টিমটিম করা (ক্রিয়া) ১ মৃদু বা স্বল্প আলোক দান করা (আলোটা টিমটিম করছে)। ২ অতি মৃদুভাবে সত্তা কায়েম রাখা; কষ্টে বা কোনো প্রকারে অস্তিত্ব বজায় রাখা (মফঃস্বলের বিদ্যালয়টি টিমটিম করে চলছে)। টিমটিম করে (ক্রিয়াবিশেষণ) অনুজ্জ্বলভাবে বা নিতান্ত ম্লানভাবে। টিমটিমে (বিশেষণ) নিষ্প্রভ; ক্ষীণ; অনুজ্জ্বল (টিমটিম কেরোসনি বাতির সল্‌তে উসকাইতে হয় না-ওবায়েদুল হক)। {ধ্বন্যাত্মক}
    • Bengali Word কুট্টিম English definition [কুট্‌টিম্‌] (বিশেষ্য) ১ পাকা মেঝে; চাতাল (গৃহ -কুট্টিম)। ২ রত্ন-খনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুট্ট+ইম(ইমচ্‌)}