• Bengali Word টিপ ১ English definition [টিপ্‌] (বিশেষ্য) ১ কপালের ফোঁটা বা সেইরূপ অলঙ্কারবিশেষ (কপালের একটি ছোট উল্‌কী টিপের মত দেখাইত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; পরিতেছিলাম কপালে সোনার টিপ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ তিলক; টিকা (জাগো সূর্যের টীপ পরি জয়ন্তিকা-কাজী নজরুল ইসলাম)। ৩ বুড়ো আঙুলের অগ্রভাগের ছাপ; টিপসই। ৪ দুই আঙ্গুলের অগ্রভাগ দ্বারা চেপে বা টিপে রাখা যায় এমন পরিমাণ (একটিপ নস্য)। ৫ ত্যাগ; নিশানা; লক্ষ্য। ৬ টিপে বা চিমটি কেটে প্রদত্ত গুপ্ত সংকেত। ৭ প্ররোচনামূলক গুপ্ত সংকেত বা ইঙ্গিত। ৮ হুন্ডি; হাত চিঠা। ৯ ভাংচি। ১০ আঙুরের চাপ। টিপকল (বিশেষ্য) ১ যা টিপে খোলা বা বন্ধ করা হয়। ২ অলঙ্কারের দুই মুখ টিপে জুড়ে দেওয়ার মতো অংশ। টিপবাতি (বিশেষ্য) টর্চলাইট। টিপসহি, টিপসই (বিশেষ্য) বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগের ছাপ; স্বাক্ষরস্বরূপ গৃহীত বৃদ্ধাঙ্গুলির ছাপ। টিপে দেওয়া (ক্রিয়া) ১ সংকেত করা। ২ ভাংচি দেওয়া। ৩ শিখিয়ে দেওয়া। {√টিপ্‌>; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) √টিপ্‌ (প্রেরণ করা)}
    • Bengali Word টিপ ২ English definition [টিপ্‌](বিশেষ্য) সাপের দংশন যাতে বিষদাঁত দেহে প্রবেশ করে। {(তৎসম বা সংস্কৃত) √টিপ্‌}
    • Bengali Word টিপটপ English definition [টিপ্‌পট্‌](বিশেষণ) ১ গোছালো; শৃঙ্খলার সঙ্গে কাজ করে এরূপ; ছিমছাম ফিটফাট। ২ গোছানো; সুশৃঙ্খল। {(ইংরেজি) tiptop}