• Bengali Word টালি, টাইল English definition [টালি, টাইল্‌] (বিশেষ্য) ঘরের ছাদ মেঝে প্রভৃতি ঢাকার খোলা চতুষ্কোণ দগ্ধ মৃত্তিকা খণ্ড বা প্রস্তরফলক। {(ইংরেজি) tile}
    • Bengali Word টালিআঁ ((প্রাচীন বাংলা)) English definition [টালিয়াঁ] (অসমাপিকা ক্রিয়া) টালিয়ে, আন্দোলিত করে। {(তৎসম বা সংস্কৃত) √টল্‌>}
    • Bengali Word টালিলেক ((প্রাচীন বাংলা)) English definition [টালিলেকো] (ক্রিয়া) টলাল; এলাল (ছল করি টালিলেক রাধার পসার-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √টল্‌>}