• Bengali Word টনটনে, টনটনিয়া English definition [টন্‌টোনে, টন্‌টোনিয়া] (বিশেষণ) ১ প্রখর; তীক্ষ্ণ; তীব্র (আমাদের সমাজে নতুন পুরাতন বিরোধটা সম্প্রতি যে বিশেষ টনটনে হয়ে উঠেছে-প্রথম চৌধুরী; টনটনে জ্ঞান)। ২ জোরালো; ভালো (টনটনে বরাত)। ৩ সর্বতোমুখী। ৪ কঠোর; দৃঢ়। টনটনে কপাল, টনটনে বরাত (বিশেষণ) ১ মহাভাগ্য জোর কপাল। ২ মন্দ; কপাল; দুরদৃষ্ট। {টনটন+ইয়া>}