• Bengali Word ঝুপঝুপ, ঝুপঝাপ English definition [ঝুপ্‌ঝুপ্‌, ঝুপ্‌ঝাপ্‌] (অব্যয়) ১ বারিপাতের শব্দ (বৃষ্টি ঘেরা চারিধার, ঘনশ্যাম অন্ধকার ঝুপঝুপ শব্দ আর ঝর ঝর পাতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পুনঃপুন দাঁড়া ফেলার শব্দ। ৩ পতনের শব্দ; ঝাঁপ দিয়ে পড়ার শব্দ; ক্রমাগত ঝুপ শব্দ (নদীর পাড় ঝুপঝাপ করে ভেঙে পড়ছে)। {ধ্বন্যাত্মক}