• Bengali Word ঝুটা, ঝুটো English definition [ঝুটা, ঝুটো] (বিশেষ্য), (বিশেষণ) ১ ঝুঁটি; মিথ্যা (ঝুটার পায়ে শির লুটাবে, এতই ভীরু সাঁচা-কাজী নজরুল ইসলাম)। ২ উচ্ছিষ্ট; এঁটো। □(বিশেষণ) নকল; জাল। {(তৎসম বা সংস্কৃত) জুষ্ট; (তুলনীয়) (হিন্দি) জুটা}
    • Bengali Word ঝুটাপুটি, ঝুটাপটি, ঝুটাঝুটি (বিরল) English definition {ঝুটাঝুটি, ঝুটাপোটি, ঝুটাঝুটি] (বিশেষ্য) ১ কেশাকেশি; চুলাচুলি। ২ জাপটাজাপটি। {ঝুট+আ, ঝুট+ই; (তুলনীয়) (হিন্দি) ঝোংটা-ঝোংটী}