• Bengali Word ঝিমানো, ঝিমনো English definition [ঝিমানো, ঝিমোনো] (ক্রিয়া) নেশা বা তন্দ্রার আবেশে চোখ বন্ধ করে ঢোকা (লোকটা কেমন ঝিমুচ্ছে)। □(বিশেষ্য) নিস্তেজ নিশ্চেষ্ট হয়ে পড়া (আগুনটা ঝিমিয়ে আসছে)। ঝিমানি, ঝিমুনি (বিশেষ্য) নিদ্রার আবেশে ঢুলুনি। (ঝিমুনি আসছে-মনোজ বসু)। {ঝিম+আনো; ক্রিয়ারূপ-ঝিমাই, ঝিমাও, ঝিমায়, ঝিমান; (অসমাপিকা ক্রিয়া) -ঝিমিয়ে, ঝিমালে, ঝিমাতে ইত্যাদি}