• Bengali Word ঝরনা, ঝর্ণা, ঝর্ণা (অশুদ্ধ) English definition [ঝর্‌না] (বিশেষ্য) ফোয়ার; নির্ঝর। ঝরনা কলম (বিশেষ্য) ফাউন্টেন পেন; fountain pen। ঝর্নাগড়া (বিশেষণ) ঝর্ণাক্ষরা (অনিঃশেষে ঝর্নাগগড় স্নেহ-হাসান হাফিজুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষর>√ঝর্‌+না; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) নির্ঝর}