• Bengali Word ঝরকা, ঝরোকা, ঝরোখা English definition [ঝর্‌কা, ঝরোকা, ঝরোখা] (বিশেষ্য) ১ জাফরিকাটা জানালা; ছোট জানালা (ঝরকা ওঠাও তুমি দেখি তাকাইয়া-ফকির গরীবুল্লাহ)। ২ ছোট জানালা; গাবক্ষ; বাতায়ন। ৩ জাফরি কাটা বা জাল দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) জালক>; (তুলনীয়) (হিন্দি) ঝরোখা}