• Bengali Word ঝমঝম English definition [ঝম্‌ঝম্‌] (অব্যয়) ১ জোরে বৃষ্টি পতনের শব্দ (ঝম্‌ঝম্‌ করে বৃষ্টি নাবল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ মল পায়ে দিয়ে চলার শব্দ। ঝমাঝম (অব্যয়) ১ প্রবল বৃষ্টিপাতের শব্দ; মুষলধারে বৃষ্টিপতনের শব্দ (ঝমাঝম বৃষ্টি হচ্ছে)। ২ ঢাকঢোলের সঙ্গে কাঁসর ও ঝাঁঝর ইত্যাদির মিলিত ধ্বনি। {ধ্বন্যাত্মক}