• Bengali Word ঝপ English definition [ঝপ্‌] (অব্যয়) ১ হঠাৎ পানিতে পতনের ধ্বনি। ২ অবিলম্বে; তাড়াতাড়ি (ঝপ্‌ করে ঝাপ দিয়ে ঘাড় ভেঙ্গে পড়ে-ঘনরাম চক্রবর্তী)। ঝপাঝপ (ক্রিয়াবিশেষণ) ১ ঝপঝপ শব্দ করে কোনো কাজ করা (ঝপাঝপ দাঁড় বাওয়া)। ২ শীঘ্র। (ঝপাঝপ করা সারা)। {ধ্বন্যাত্মক}