• Bengali Word ঝঙ্কার, ঝংকার English definition [ঝঙ্‌কার] (বিশেষ্য) ১ বীণা ইত্যাদি বাদ্য যন্ত্রাদির শব্দ। ২ গুঞ্জন (মধুপ ঝঙ্কার)। ৩ অস্ফুট ধ্বনি; তর্জন ক্রোধ ইত্যাদি ব্যঞ্জন ভাব (ঝঙ্কার দিয়া ওঠা)। ঝঙ্কারিত (বিশেষণ) ঝঙ্কৃত; গুঞ্জিত। {(তৎসম বা সংস্কৃত) ঝন্‌(ধ্বন্যাত্মক)+কার; (কর্মধারয় সমাস)}
    • Bengali Word ঝঙ্কারা, ঝংকারা English definition [ঝঙ্‌কারা] (ক্রিয়া) গুন গুন ধ্বনি করা; ঝংকার করা; গুঞ্জন করা (এক বার ঝঙ্কারো বীণা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ঝঙ্কার+(বাংলা) আ}