• Bengali Word ঝকঝক, ঝকমক, ঝগ-ঝগ (বিরল) English definition [ঝক্‌ঝক্‌, ঝক্‌মক্‌, ঝগ্‌ঝগ্‌] (অব্যয়) চাকচিক্য বা ঔজ্জ্বল্যের ভাব প্রকাশক (একটা বরাত চলছিল তারই ঝকমক ঝমঝম-অবনীন্দ্রনাথ ঠাকুর; তার মধুর ব্যথা-ভরা স্মৃতিটা একদিন হঠাৎ অশান্ত জীবন যাপনের মাঝে ঝগঝগ করে ওঠে-কাজী নজরুল ইসলাম)। ঝকঝকানি, ঝকমকানি (বিশেষ্য) দীপ্তি (ফুলশয্যার রাতের গহনাগাঁটির ঝকমকানি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক} ঝকঝকে, ঝকমকে [ঝকঝোকে, ঝকমোকে] (বিশেষণ) ঔজ্জ্বল্যময়, চকচকে (যাই ঝকঝকে তাই সোনা নয়- অঠা)। ঝকমকি (বিশেষ্য) ঝকমক করার অবস্থা বা ভাব। {ধ্বন্যাত্মক}
    • Bengali Word ঝকঝকি, ঝকামকি English definition [ঝক্‌ঝোকি, ঝকামোকি] (বিশেষ্য) অকারণ কলহ। {ধ্বন্যাত্মক}