• Bengali Word চড়ক English definition [চড়োক্‌] (বিশেষ্য) চৈত্র সংক্রান্তির হিন্দু পর্ববিশেষ; গাজন উৎসব। চড়ক গাছ (বিশেষ্য) চড়ক উৎসবে গাজনের সন্ন্যাসীদের ঘুরপাক খাওয়ার খুঁটিবিশেষ। চড়ক সংক্রান্তি (বিশেষ্য) চৈত্রমাসের সংক্রান্তি বা শেষ দিন। চড়কে কাঠি পড়া (ক্রিয়া) কলহের সূত্রপাত হওয়া। চড়কের পিঠ-যে সবই সহ্য করতে পারে। চড়কের বাদ্যি (বিশেষ্য) ১ বাদ্যযন্ত্রের বিরামহীন জোরালো শব্দ। ২ প্রচারের চেষ্টায় শোরগোল তোলা। চড়ুকে (বিশেষণ) চড়ক সংক্রান্ত। চড়ুকে হাসি (বিশেষ্য) ১ ভিতরের যন্ত্রণা চাপা দিয়ে লোক দেখানো হাসি; কৃত্রিম বা কাষ্ঠ হাসি (কুড় রামের পেটের ভাত চাল হইয়া গেল......একুট চড়ুকে হাসি হাসিয়া বলিলেন-দীনবন্ধু মিত্র)। ২ উচ্চহাস্য; অট্টহাস্য। {(তৎসম বা সংস্কৃত) চক্র>(স্বরাগমে)চকর>(বর্ণ বিপর্যয়ে) চরক}