• Bengali Word চ্যাংড়া, চেংড়া. চেঙ্গরা English definition [চ্যাঙ্‌ড়া, চ্যাঙ্‌ড়া, চ্যাঙ্‌গ্‌রা] (বিশেষ্য) ১ চপলমতি বা ছ্যাবলা তরুণ (ইনি আবার কোনদেশী চেঙ্গরা-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ ছোটো ছেলে। ৩ কিশোর; বালক। □(বিশেষণ) ১ অর্বাচীন। ২ অপরিণত বুদ্ধি। চেংড়ামি, চেংড়ামো, চেংড়াপনা (বিশেষ্য) চেংড়ার ভাব; ছ্যাবলামি। {(তৎসম বা সংস্কৃত) চঙ্গ>(অর্থ দক্ষ, বাংলা অর্থের পরিবর্তন ঘটেছে)+(বাংলা) ড়া}