• Bengali Word চ্যাং ১, চেঙ ১, চ্যাঙ English definition [চ্যাঙ্‌] (বিশেষ্য) টাকি মাছের ন্যায় মাথা মোটা ছোট মাছ বিশেষ। চ্যাংমুড়ি১/মুড়ী (বিশেষণ) চ্যাংমাছের মাথার ন্যায় বিসদৃশ মাথাবিশিষ্ট। □(বিশেষ্য) (ব্যঙ্গার্থ) সর্পদেবী মনসা (চ্যাংমুড়ী কানী-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) চলদঙ্গ}
    • Bengali Word চ্যাং ২, চেঙ ২ English definition [চ্যাঙ্‌, চ্যাঙ্‌] (বিশেষ্য) ১ সরু মাচা; চাঙ্গ। ২ শব বহনের ছোট ছোট খাট। চ্যাংদোলা, চ্যাংঝোলা (বিশেষ্য) দুই হাত দুই পা ধরে দেহ ঝুলিয়ে দোলাতে দোলাতে শবের ন্যায় বহন (বাবার শ্রীবপু চ্যাংদোলা করিয়া সাধন কক্ষে লইয়া গেলেন-রাজশেখর বসু (পরশু))। চ্যাংমুড়ি২ (বিশেষ্য) ১ বস্ত্র দ্বারা জড়িয়ে মৃতদেহকে খাটের সঙ্গে বাঁধা (চ্যাংমুড়ি করে মৃতদেহটি নিয়ে গেল)। ২ গালি অর্থে মৃতদেহ। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>টঙ্গ>চাঙ্গ>; আঞ্চলিক}
    • Bengali Word চ্যাংড়া, চেংড়া. চেঙ্গরা English definition [চ্যাঙ্‌ড়া, চ্যাঙ্‌ড়া, চ্যাঙ্‌গ্‌রা] (বিশেষ্য) ১ চপলমতি বা ছ্যাবলা তরুণ (ইনি আবার কোনদেশী চেঙ্গরা-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ ছোটো ছেলে। ৩ কিশোর; বালক। □(বিশেষণ) ১ অর্বাচীন। ২ অপরিণত বুদ্ধি। চেংড়ামি, চেংড়ামো, চেংড়াপনা (বিশেষ্য) চেংড়ার ভাব; ছ্যাবলামি। {(তৎসম বা সংস্কৃত) চঙ্গ>(অর্থ দক্ষ, বাংলা অর্থের পরিবর্তন ঘটেছে)+(বাংলা) ড়া}