• Bengali Word চৌদ্দ English definition ⇒ চৌদ্দ
    • Bengali Word চোদ্দ, চৌদ্দ English definition [চোদ্‌দো, চোউদ্‌দো] (বিশেষ্য) ১৪ সংখ্যা। □(বিশেষণ) ১ ১৪ সংখ্যক(চোদ্দ বছর)। ২ বহু; অনেক (চোদ্দ কথা শুনিয়ে দিলে)। চোদ্দই, চৌদ্দই (বিশেষ্য) মাসের চোদ্দ তারিখ। চোদ্দ চাকার রথ, দেখানো (ক্রিয়া) মুশকিলে ফেলা। চোদ্দ ঠাঁই (বিশেষ্য) অনেক ঠাঁই; বহুস্থান। চোদ্দ পুরুষ (বিশেষ্য) ১ পিতা পিতামহাদিক্রমে ঊর্ধ্বতর চোদ্দ পুরুষ। ২ পুত্র পৌত্রাদিক্রমে অধস্তন চোদ্দ পুরুষ। ৩ ঊর্ধ্বতন সাত বা অধস্তন সাত-এই চোদ্দ পুরুষ। চোদ্দ পোয়া (বিশেষ্য) সাড়ে তিন হাত পরিমিত বিস্তার; শয়ন (চোদ্দ পোয়া অর্থাৎ সাড়ে তিন হাত মানুষের সাধারণ দৈর্ঘ্য এই হিসেবে)। চোদ্দ পোয়া দেওয়া (ক্রিয়া) দুই পায়ের পাতা সাড়ে তিন হাত দূরে রেখে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া। চোদ্দ পোয়া হওয়া (ক্রিয়া) সর্বাঙ্গ বিস্তার করে শুয়ে পড়া; হাত-পা ছড়িয়ে সটান হয়ে শোয়া (বাসায় গিয়া চোদ্দ পোয়া হওয়া যাউক-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। চোদ্দ বার (বিশেষ্য) অনকেবার; পুনঃপুন (চোদ্দবার এক কথা)। চোদ্দ শাক (বিশেষ্য) ১ চোদ্দ প্রকার শাকের মিশ্রণ। ২ চোদ্দ রকম শাক খাওয়ার উৎসববিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চুতর্দশ>(প্রাকৃত) চউদস>}