• Bengali Word চৌকা ১, চোক ১ English definition [চোউক, চোক্‌] (বিশেষ্য) ১ চারপণ; সিকি কাহন। ২ চক; শহরের চতুষ্পথ; বহু গৃহবিশিষ্ট চতুষ্কোণা কৃতি বাজার। ৩ চার কোণবিশিষ্ট প্রাঙ্গন। {(তৎসম বা সংস্কৃত) চুতষ্ক>}
    • Bengali Word চৌকা ২, চৌকো English definition [চোউক, চোউকো] (বিশেষণ) চার কোণযুক্ত; চতুষ্কোণ। □(বিশেষ্য) উনান (তাতাইলা পাতাইয়া চৌকা-মানিক রাজার গান)। চার চৌকা (বিশেষণ) সমচতুষ্কোণ; বর্গক্ষেত্র; square। {(তৎসম বা সংস্কৃত) চতুস্কোণ>; (হিন্দি) চৌক}