• Bengali Word চৌকস, চৌকশ English definition [চোউকশ্‌] (বিশেষণ) ১ চারদিকে দুষ্টি আছে এমন। ২ সকল বিষয়ে অভিজ্ঞ বা পারদর্শী; সকল বিষয়ে দক্ষ; all round (সে বাক্‌পটু, সপ্রতিভ, চৌকস এবং বহির্মুখী-রখাঁ)। ৩ চালাক; চতুর; সতর্ক। ৪ কাজের উপযুক্ত (তাকে তিনি চৌকশ করার প্রস্তাব করেছিলেন-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) চতুষ্ক; (হিন্দি) চৌকস (চৌ=চারি, চউ)+কস্‌(=গুণ, শক্তি, দক্ষতা)}