• Bengali Word চৌ English definition [চোউ] (বিশেষণ) চার; অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে চার সংখ্যা প্রকাশ করে এমন (চৌচালা)। চৌআরি, চৌআড়ি (বিশেষণ) চার চালযুক্ত; চৌচালি। □(বিশেষ্য) ১ বিদ্যালয়। ২ চৌদুয়ারি (চৌয়ারি ভরিল পুন শিশুগণ ঠাই-দৌলত উজির বাহরাম খান)। ৩ চুতদ্বারী ঘর; চৌদুয়ারী ঘর (চৌআরি মন্দির অতি বিবিধ শোভন-দৌলত উজির বাহরাম খান)। চৌকনিয়া (বিশেষণ) ১ চারি কোণ-বিশিষ্ট। ২ চৌকোণধারী (চৌকনিয়া পাইক চৌকন কাথে করে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। চৌকাঠ (বিশেষ্য) দরজা-জানালার চারপাশের ফ্রেম যাতে পাল্লা বসানো হয়। চৌকাঠ না মাড়ানো (ক্রিয়া) গৃহে পদার্পণ বা প্রবেশ না করা; সম্পর্ক না রাখা; সম্পর্ক ছিন্ন করা (তোমার বাড়ির চৌকাঠ আর কোনো দিন মাড়াব না)। চৌকুনে (বিশেষণ) ১ চার কোণবিশিষ্ট। ২ চৌকোণুক্ত। চৌকোণ (বিশেষণ) চার কোণ বিশিষ্ট। চৌকোনা (বিশেষণ) চার কোণযু্ক্ত; চুতষ্কোণ; চারটি কোণ এমন। চৌখণ্ডি, চৌখণ্ডী ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) ১ চৌকি; চার পায়াযুক্ত খাটুলি; চৌপায়া। ২ চৌচালা ঘর। □(বিশেষণ) চারখণ্ডে বিভক্ত। চৌখুপি, চৌখুপী (বিশেষণ) চার খোপবিশিষ্ট; চেক-কাটা; চতুষ্কোণ ঘর আঁকা (চৌখুপী চাদর ঢাকা-খগেন্দ্রনাথ মিত্র)। চৌগুণ (বিশেষণ) চার গুণ; চার-ডবল। চৌঘুড়ি, চৌঘুড়ী (বিশেষ্য) চার ঘোড়া দ্বারা বাহিত গাড়ি; চার ঘোড়ার গাড়ি (নওয়াব সাহেব চৌঘুড়িতে আসেন)। চৌচাকা, চৌচাক্কা (বিশেষণ) চার চাকাযুক্ত। চৌচালা (বিশেষণ) ১ চার চালবিশিষ্ট। □(বিশেষ্য) চার চালের ঘর; চৌয়াড়ি ঘর। চৌচির (বিশেষণ) ১ চার খণ্ডে বা অংশে বিভক্ত। ২ খণ্ড বিখণ্ড; দীর্ণ-বিদীর্ণ (চৈত্রের খররৌদ্রে মাঠ ঘাট চৌচির)। চৌছরা (বিশেষণ) চার ছরা (চম্পক চৌছরা মালা-কাজী দৌলত)। চৌঠা (বিশেষ্য) মাসের চতুর্থ দিবস বা তারিখ। □(বিশেষণ) চতুর্থ। চৌতলা, চৌতালা (বিশেষণ) চারতলাবিশিষ্ট; চারতলা (চৌতলা বাড়ি)। □(বিশেষণ) চতুর্থ তল (চৌতলায় থাকে)। চৌতারা (বিশেষ্য) ১ চত্বর; অঙ্গন; উঠান (বাহির চৌতারায় দেওয়ানজি থাকেন)। ২ চার তারবিশিষ্ট তানপুরাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। চৌতাল (বিশেষ্য) সঙ্গীতের একটি তালের নাম; বাদ্যযন্ত্রের এক প্রকার তাল (‘কথা’ কি ‘কথন’ নাচ নাচরে চৌতালে ধামারে-কাজী নজরুল ইসলাম)। চৌতিশা (বিশেষ্য) চৌত্রিশ অক্ষরের প্রতিটিকে আদ্যক্ষর করে রচিত কবিতা (বার মাস বিলাপ এ চৌতিশা সহিত-দৌলত উজির বাহরাম খান)। চৌত্রিশ (বিশেষ্য) ৩৪ সংখ্যা। □(বিশেষণ) ৩৪ সংখ্যক। চৌদিক (বিশেষ্য) চারদিক; সকল দিক। চৌদিশ (বিশেষ্য) (পদ্য.) চারদিক। চৌদোল, চৌদোলা (বিশেষ্য) চতুর্দোলা; এক প্রকার শিবিকা বা পালকি (ঘূর্ণ লু-এর চৌদোলাতে-বেনজীর আহমদ)। চৌপথ (বিশেষ্য) চৌমাথা; চৌরাস্তা। চৌপদ (বিশেষণ) চতুষ্পদ। চৌপদী (বিশেষ্য) চার চরণবিশিষ্ট ছন্দবিশেষ। □(বিশেষণ) চতুষ্পদ; চারপদ বিশিষ্ট; quadruped। চৌপর, চৌপহর (বিশেষ্য) চার প্রহর সময়; বারো ঘন্টা কাল। □(ক্রিয়াবিশেষণ) সমস্ত দিন বা রাত; সর্বক্ষণ (চৌপর দিনভর দেয় দূর পাল্লা-সত্যেন্দ্রনাথ দত্ত)। চৌপল (বিশেষণ) চার পলযুক্ত; চারকোনা। চৌপায়া (বিশেষণ) চার পায়াযুক্ত। □(বিশেষ্য) চার পায়াবিশিষ্ট খাট বা চৌকি। চৌপালা (বিশেষ্য) কপাটহীন চৌদোলাবিশেষ; চতুর্দোলা (চৌপালায় চড়িয়া দুর্গ মধ্যে উপস্থিত হইলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। চৌবন্দি (বিশেষণ) চতুর্দিকে ঘেরাও করা; চারদিক আবদ্ধ (চৌবন্দ ক্ষেত খামার)। চৌমহলা (বিশেষণ) চারতলাবিশিষ্ট; চৌতলা। □(বিশেষ্য) চার মহলাযুক্ত বাড়ি। চৌমাথা, চৌমোহনা, চৌমোহানা (বিশেষ্য) ১ চার পথের মিলনস্থল। ২ চারটি নদীর সঙ্গমস্থল। ৩ চৌমাথা। চৌরাশি (বিশেষ্য) ৮৪ সংখ্যা; চুরাশি। □(বিশেষণ) ৮৪ সংখ্যক। চৌরি, চৌয়ারী (বিশেষণ) চার চালযুক্ত (চৌরি ঘর)। □(বিশেষ্য) চার চালার ঘর (খড়ের ঘরের বদলে উঠেছে বড় বড় টিনের চৌয়ারী-শামসুল হক)। চৌষট্টি (বিশেষ্য) ৬৪ সংখ্যা। □(বিশেষণ) ৬৪ সংখ্যক। চৌষট্টি কলা (বিশেষ্য) ৬৪ প্রকার কলা বিদ্যা। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ>}
    • Bengali Word চৌক ১, চোক ১, চওক English definition [চোউক্‌, চোক্‌ চওক্‌] (বিশেষ্য) ১ চার পণ; সিকি কাহন। ২ চক; শহরের চুতষ্পথ; বহুগৃহবিশিষ্ট চুতষ্কোণাকৃতি বাজার (যে দিল্লীর মনোহর চাঁদনি চওকে, রাজপথে-কায়কোবাদ)। ৩ চারকোণবিশিষ্ট প্রাঙ্গন। {(তৎসম বা সংস্কৃত) চুতষ্ক>(প্রাকৃত) চউক্ক>}
    • Bengali Word চৌক ২ English definition ⇒ চোক৩