• Bengali Word চোপা, চোপরা English definition [চোপা, চোপ্‌রা] (বিশেষ্য) ১ মুখ। ২ মুখের উপর জবাব; বাচালতা; মুখরতা; তর্ক-বিতর্ক (তার সাথে চোপায় কেউ পারে না। ৩ তিরস্কার; ভর্ৎসনা; নিন্দা। মাকুন্দ-চোপা (বিশেষণ) মুখমণ্ডলে গোঁফ দাড়ি গজায়নি এমন (যদি দেখ মাকুন্দ চোপা। এক পাও না বাড়াও বাপা -খনা)। {(তৎসম বা সংস্কৃত) চুব্র>}
    • Bengali Word চোপাইয়া English definition [চোপাইয়া] (বিশেষ্য) চৌপদী (ঠেটা চোপাইয়া দোহা কহিলা সাধনে-কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত) চুতষ্পদী>চৌপদী>; (তুলনীয়) (হিন্দি) চৌপাঈ}
    • Bengali Word চোপানো English definition [চোপানো] (ক্রিয়া) তর্জন গর্জন করা; পুনঃপুন আঘাত করা; কোপানো; কোপ মারা। □(বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) কোপ>; (বাংলা) চেপ + আনো}