• Bengali Word চোপদার, চোবদার English definition [চোপ্‌দার, চোব্‌দার] (বিশেষ্য) দণ্ডধর; দণ্ডবাহক; গদাধর; লাঠিয়াল; রাজরাজড়ার আসাসোঁটাবাহী সুসজ্জিত ভৃত্য (চোপদার সম্মুখে দাঁড়ায়ে লয়ে ছড়ী-ভারতচন্দ্র রায়গুণাকর)। চোপদারি (বিশেষণ) চোপদার সম্বন্ধীয়। {(ফারসি) চুব্‌দার}