• Bengali Word চোতা, চোঁতা English definition [চোতা, চোঁতা] (বিশেষ্য) ১ লেখাযুক্ত কাগজ খণ্ড; স্মারক; টোকা; note। ২ তাড়াতাড়ি লিখিত খসড়া; বাজে বা ওঁচা (চোঁতা কাগজ বলে তা ফেলে দিয়েছি)। □(বিশেষণ) বাজে; অনাবশ্যক; বাতিল; রদ্দি; ফেলে দেওয়া হয়েছে এমন (চোতা কাগজ)। চোতাদার (বিশেষ্য) চোতা-বহনকারী (পেচোনে চোতাদারেরা চেঁচিয়ে হাত নেড়ে গান বলে দিচ্ছিল-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) চ্যুত>}