• Bengali Word চোঙ্গা, চোংগা, চোঙা, চুঙা English definition [চোঙ্‌গা, চোঙ্‌গা, চোঙা, চুঙা] (বিশেষ্য) ১ ফাঁপা নল; বাঁশের নল (সুর যে চলেছে বাঁশের চোঙায় সুরাটুকু নিয়ে তার-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ একদিকে গাঁটযু্ক্ত অন্যদিকে ফাঁপা বাঁশের টুকরা যার সাহায্যে দুধ তেল ইত্যাদি মাপা হয় (এক চোঙ্গা দুখ)ভ ৩ তামাক রাখার বাঁশের তৈরি আধারবিশেষ। ৪ জাহাজের ধাতু নির্মিত চিমনি বা ধূমলন; funnel (দূরে একটি জাহাজের চোঙ দেখা গেল-আলাউদ্দীন আল আজাদ)। {(তুলনীয়) (হিন্দি) চোঙ্গা}