• Bengali Word চোখা, চোকা English definition [চোখা, চোকা] (বিশেষণ) ১ ধারালো; শাণিত; তীক্ষ্ম (চোখা চোখা মারে শর-কাজী দৌলত)। ২ তলিয়ে বুঝতে পারে এমন (চোখা বুদ্ধি)। ৩ বুদ্ধিমান ও চৌকস (চোখা লোক)। ৪ স্পষ্ট ও কড়া (কোন চোখা উত্তর যে দিইনি তার কারণ, ততখানি চোখা জর্মন আমি তখন জানতুম না-সৈয়দ মুজতবা আলী)। ৫ বিশুদ্ধ; খাঁটি; উত্তম (চোখা মাল)। ৬ তীব্র; মর্মভেদী (চোখা চোখা কথা)। চোখা কথা, চোখা চোখা বুলি (বিশেষ্য) তীব্র কটুবাক্য; মর্মভেদী কথা। চোখানো, চোখান (ক্রিয়া) শান দেওয়া; ধার করা; মুখ ছঁচালো করা। চোখালো, চোখাল (বিশেষণ) ১ তীক্ষ্ণ স্বাদবিশিষ্ট (চোখালো খাবার)। ২ তালাক; তুখড়; প্রগল্‌ভ (চোখালো লোক)। ৩ ধারালো (চোখালো কথা বা তীর)। মুখ চোখানো (ক্রিয়া) ১ শান দেওয়ার অনুকরণের জিহবা ওষ্ঠে বুলিয়ে কথা বলবার জন্য প্রস্তুত হওয়া। ২ খাবার জন্য লোভ করা। {(তৎসম বা সংস্কৃত) চোক্ষ>চোখ+আ; (তুলনীয়) (হিন্দি) চোখা}