- Bengali Word চোঁয়া, চুঁয়া English definition [চোঁয়া, চুঁয়া] (বিশেষণ) ১ দুধ তরকারি প্রভৃতি অল্প পোড়ার গন্ধবিশিষ্ট (চোঁয়া ব্যঞ্জন)।
২ অজীর্ণজনিত অল্প টক গন্ধযুক্ত (চোঁয়া ঢেঁকুর)।
চোঁয়া চোঁয়া (বিশেষণ) কড়া কড়া; পোড় পোড়া (চোঁয়া চোঁয়া করে ভাজা উচ্ছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)।
চোঁয়ানো (ক্রিয়া) সামান্য পোড়ানো; সামান্য অম্লগন্ধ হওয়ানো।
□(বিশেষ্য), (বিশেষণ) ঐ সকল অর্থে।
{ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত) চ্যুত)}