- Bengali Word চোঁ English definition [চোঁ] (অব্যয়) বেগ বা শোষকসূচক শব্দ (চোঁ করে দুধ খাওয়া)।
চো করে/করিয়ে (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) খুব দ্রুতগতিতে (চোঁ করে চলে গেল)।
{ধ্বন্যাত্মক}
- Bengali Word চোঁচ English definition [চোঁচ্] (বিশেষ্য) ১ চঞ্চু (সরু পা লম্বা চোঁচ কিছুই বাদ যেত না বক রূপটির-অবনীন্দ্রনাথ ঠাকুর)।
২ বাঁশের ধারালো ত্বক; ছাল (চোঁচ দিয়ে নাড়ি কাটা)।
চোঁচালো (বিশেষণ) ১ চোঁচযুক্ত।
২ চঞ্চুযুক্ত।
{(তৎসম বা সংস্কৃত) চঞ্চু>}
- Bengali Word চোঁচা English definition [চোঁচা] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) একটানা; রুদ্ধশ্বাসে; অন্য কোনো দিকে না চেয়ে (চোঁচা দৌড়)।
□(বিশেষ্য) খোসা; ছাল (আখের চোঁচা)।
{ধ্বন্যাত্মক}