• Bengali Word চৈত English definition [চোইত্‌] (বিশেষ্য) চৈত্র মাস। চৈতালি (বিশেষ্য) ১ চৈত্র মাসে উৎপন্ন শস্য; রবি শস্য; মুগ মসুর প্রভৃতি। ২ চৈত্র মাসে দেয় খাজনা (কিছু চৈতালি দিয়া তাহাদের বৎসর চালাইয়া লইত-(ময়মনসিংহ গীতিকা))। ৩ বসন্তকালীন বায়ু। ৪ চৈত্র মাসের ভাবাবেগ। চেতার বউ (বিশেষ্য) বউ-কথা-কও পাখি (আসমানেতে চৈতার বউ ডাকে ঘন ঘন-(ময়মনসিংহ গীতিকা))। □(বিশেষণ) ১ চৈত্রসম্বন্ধীয়। ২ চৈত্রমাসে উৎপন্ন বা গৃহীত। চৈতি, চৈতী (বিশেষণ) ১ চৈত্র মাসের (চৈতি হাওয়া-কাজী নজরুল ইসলাম)। ২ চৈত্র মাসে জাত বা উৎপন্ন; বাসন্তী; বসন্তকালীন। {(তৎসম বা সংস্কৃত) চৈত্র>}
    • Bengali Word চৈতন English definition [চোইতন্‌] (বিশেষ্য) টিকি; শিখা; মস্তকের মধ্যস্থিত কেশগুচ্ছ (বাবু দেন মেখে দাড়িতে খেজাব, মিয়া চৈতনে তৈল-কাজী নজরুল ইসলাম)। চৈতনক (বিশেষ্য) টিকি; শিখা (মস্তকে সুদীর্ঘ কুঞ্চিত কেশ, মধ্যভাগে একটি চৈতনক-দীনবন্ধু মিত্র)। চৈতন চুটকি (বিশেষ্য) টিকি; শিখা (চৈতন চুটকিধারী বাবাজী-অবনীন্দ্রনাথ ঠাকুর)। চৈতনফক্কা (বিশেষ্য) টিকি (গোস্বামীর শরীরটি প্রকাণ্ড, মাথা নেড়ে মধ্যে তরমুজের বোঁটার মত চৈতন ফক্কা-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) চৈবন্য>}
    • Bengali Word চৈতন্য English definition [চোইতোন্‌নো] (বিশেষ্য) ১ জ্ঞান; চেতনা। ২ অনুভূতি; হুঁশ (জ্ঞান ও চৈতন্য তোমার মানবতার গরিমা-এয়াকুব আলী চৌধুরী)। ৩ প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞান (লোকসান কতটা হইল, সেই চৈতন্য নাই)। ৪ শচীপুত্র নিমাই; গৌরঙ্গ। ৫ সচেতন ভাব; সজাগ অবস্থা। চৈতন্যদের (বিশেষ্য) বৈষ্ণব ধর্ম প্রচারক জগন্নাথ মিশ্র ও শচীদেবীর পুত্র নিমাই; গৌরাঙ্গ। চৈতন্য বাহিনী নাড়ি (বিশেষ্য) যে নাড়ি চেতনা বহন করে; sensory nerves। চৈতন্যময় (বিশেষণ) ১ চেতনাযুক্ত; চিন্ময়। ২ জ্ঞানময়; চৈতন্যস্বরূপ। চৈতন্যময়ী, চৈতন্যরূপী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) চৈতন্যময় চিৎ স্বরূপ; চিন্ময়। চৈতন্যরূপিণী (স্ত্রীলিঙ্গ)। চৈতন্য হওয়া (ক্রিয়া) হুঁশ হওয়া; সচেতন হওয়া; জ্ঞান জন্মানো। চেতন্যোদয়, চৈতন্যোদ্রেক (বিশেষ্য) জ্ঞান সঞ্চার; জ্ঞানের আবির্ভাব। মগ্নচৈতন্য (বিশেষ্য) নিজের সদা সত্রিয় চেতন মন সম্বন্ধে নিমগ্ন হওয়া। {(তৎসম বা সংস্কৃত) চেতন+য(ষ্যঞ্‌)}