• Bengali Word চেলা ১ English definition [চ্যালা] (বিশেষ্য) ১ শিষ্য (তুমি গুরু মহাজ্ঞানী; আমি চেলা তথা-সৈয়দ আলাওল)। ২ শাগরেদ; অনুচর। ২ ছাত্র। ৪ ক্রীতদাস। চেলাগিরি (বিশেষ্য) শিষ্যত্ব (নন্দী সাহেবের চেলাগিরি কোরো না-রবীন্দ্রনাথ ঠাকুর)। চেলা-চামুণ্ডা (বিশেষ্য) শিষ্য ও অনচরগণ চণ্ড ও দুষ্ট স্বভাবযুক্ত শিষ্য ও অনুগামীরা। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য উভয়েই সমান দুষ্ট বা সমান আহাম্মক। {(তৎসম বা সংস্কৃত) চেট>(প্রাকৃত) চেড়>; (তুলনীয়) (হিন্দি) চেলা}
    • Bengali Word চেলা ২, চ্যালা English definition [চ্যালা] (বিশেষ্য) ১ ফাড়া কাঠ; জ্বালানি কাঠ। ২ ক্ষুদ্র মাছবিশেষ (চেলা মাছ)। ৩ বিছা; শতপদী; centipede; বিষাক্ত কীটবিশেষ। চেলাকাঠ (বিশেষ্য) ছোট চেলি কাঠ। চেলানো (ক্রিয়া) কুড়াল ইত্যাদি দিয়ে ফাড়া; চেলা প্রস্তুত করা (কাঠ চেলানো)। {⇒চেরা}