• Bengali Word চেরাগ, চিরাগ English definition [চ্যারাগ্‌, চিরাগ্‌] (বিশেষ্য) প্রদীপ; বাতি (চাঁদের চেরাগ ক্ষয় হয়ে এলে ভোরের দর দালানে-কাজী নজরুল ইসলাম)। চেরাগচি, চেরাগচী (বিশেষ্য) যে বাতি জ্বালায় ও নেভায় (নিবাইয়া দাও আপনার হাতে ডেকো না চেরাগচীরে-মোহিতলাল মজুমদার)। চেরাগ দান, চেরাগ দানি (বিশেষ্য) পিলসুজ; প্রদীপের আধার। চেরাগি, চেরাগিমহাল (বিশেষ্য) পীরের দরগায় বাতি দেওয়ার জন্য খাদেমকে প্রদত্ত নিষ্কর ভূমি। চোদ্দ/চৌদ্দ পুরুষের চেরাগ (বিশেষ্য) কুলপ্রদীপ। (ব্যঙ্গার্থ) কুলের কলঙ্ক; কুলাঙ্গার। {(ফারসি) চিরাগ}