• Bengali Word চেরা, চিরা English definition [চেরা, চিরা] (ক্রিয়া) ১ ফাড়া; বিদারণ করা। ২ লম্বালম্বি কাটা; ফাটানো (কাঠ চেরা, কাপড় চেরা)। ৩ ছিন্ন করা; ফাঁক করা (বুক চেরা)। □(বিশেষ্য) বিদারণ; ছিন্নকরণ। □(বিশেষণ) ১ বিদীর্ণ; বিদারিত। ২ ফাঁক। ৩ বের করা হয়েছে এমন। চেরাই (বিশেষ্য) ১ ফাড়ার কাজ; বিদ্যরণ। ২ চিরবার মজুরি। চেরানো, চিরানো (ক্রিয়া) ফাড়ানো; বিদারণ করানো; কাটানো। পটোল চেরা (বিশেষণ) পটোল লম্বালম্বি সমান দুই ভাগে কাটলে দেখতে যেরূপ হয়। পটোল চেরা চোখ (আলঙ্কারিক) চেরা পটোলের মতো দীর্ঘ আয়ত মনোহর চোখ। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন >ছেড়া>চিরা; (তৎসম বা সংস্কৃত) চীর্ণ}
    • Bengali Word চেরাগ, চিরাগ English definition [চ্যারাগ্‌, চিরাগ্‌] (বিশেষ্য) প্রদীপ; বাতি (চাঁদের চেরাগ ক্ষয় হয়ে এলে ভোরের দর দালানে-কাজী নজরুল ইসলাম)। চেরাগচি, চেরাগচী (বিশেষ্য) যে বাতি জ্বালায় ও নেভায় (নিবাইয়া দাও আপনার হাতে ডেকো না চেরাগচীরে-মোহিতলাল মজুমদার)। চেরাগ দান, চেরাগ দানি (বিশেষ্য) পিলসুজ; প্রদীপের আধার। চেরাগি, চেরাগিমহাল (বিশেষ্য) পীরের দরগায় বাতি দেওয়ার জন্য খাদেমকে প্রদত্ত নিষ্কর ভূমি। চোদ্দ/চৌদ্দ পুরুষের চেরাগ (বিশেষ্য) কুলপ্রদীপ। (ব্যঙ্গার্থ) কুলের কলঙ্ক; কুলাঙ্গার। {(ফারসি) চিরাগ}
    • Bengali Word চুঁচেরা English definition [চুঁচেরা] (বিশেষ্য) কিরূপে এবং কেন ইত্যাদি প্রশ্ন; আপত্তি (একটু চুঁ-চেরা করিলে তুমি ছুন্নৎ-জমাতের বাহিরে গিয়া পড়িবে-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(ফারসি) চুঁ+চেরা}