- Bengali Word চিমটা, চিমটে English definition [চিম্টো, চিম্টে] (বিশেষ্য) জ্বলন্ত কাঠ কয়লা বা তপ্ত কোনো কিছু টিপে ধরবার যন্ত্র।
{√চিমটা>; (তুলনীয়) (হিন্দি) চিমটা}
- Bengali Word চিমটানো, চিমটনো English definition [চিম্টানো, চিম্টনো] (ক্রিয়া) ১ চিমটি কাটা।
২ চিমটার মতো করে দেহের চামড়া টিপে ধরা।
□(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে।
চিমটানি (বিশেষ্য) ১ চিমটি কাটা।
২ চিমটার মতো করে দেহের চামড়া টিপে ধরার কাজ।
{√চিমটা+আনো}