• Bengali Word চাল ১, চাউল, চাইল English definition [চাল্‌, চাউল্‌, চাইল্‌] (বিশেষ্য) একপ্রকার শস্য, যা রান্না করলে ভাত হয়; তণ্ডুল। চালপড়া (বিশেষ্য) মন্ত্র বা দোয়া পড়ে ফু দেওয়া চাল। চালচিড়ে বেঁধে যাওয়া (ক্রিয়া) প্রয়োজনীয় সব কিছু সঙ্গে নিয়ে দূরবর্তী স্থানে যাওয়া। আতপ চাল (বিশেষ্য) ধান সিদ্ধ না করে রোদ্রে শুকিয়ে যে চাল তৈরি করা হয়। সিদ্ধ চাল (বিশেষ্য) ধান সিদ্ধ করে শুকিয়ে যে চাল প্রস্তুত করা হয়। চালমুগরা (বিশেষ্য) একপ্রকার ছোট গাছ-এর বীজ খোস-পাঁচড়া নিবারক ভেষজ হিসাবে খ্যাত। {(তৎসম বা সংস্কৃত) তণ্ডুল>(প্রাচীন বাংলা) তাঁড়ুল>তাউল>; সাওতাঁলি. চেল}
    • Bengali Word চাল ২ English definition [চাল্‌] (বিশেষ্য) ১ গৃহাদির কাঁচা ছাদ; বাঁশ, খড়, শণ, কাশ ইত্যাদি দ্বারা আচ্ছাদিত ঘরের ছাদ। ২ হিন্দু প্রতিমার পিছনের দৃশ্যপট (চালচিত্র)। চালকুমড়া (বিশেষ্য) ছাঁচি বা দেশি কুমড়া। চালকুমড়ি করা (ক্রিয়া) উপর থেকে নিচে গড়িয়ে দেওয়া, যেভাবে কুমড়া গড়িয়ে পড়ে। চালকেটে উঠানো (ক্রিয়া) ভিটেমাটি উচ্ছন্ন করা; উৎপন্ন বা উদ্বাস্তু করা। চালচিত্র (বিশেষ্য) ১ প্রতিমার পিছন দিকের পট বা চিত্র। ২ পশ্চাৎপট; background । ৩ হালচাল; বর্তমান পরিস্থিতির রূপরেখা। চালচুলা, চালচুলো (বিশেষ্য) আশ্রয় ও খাদ্য সংস্থান; আহার ও বাসের ব্যবস্থা। চালচুলা নেই-বৃত্তিহীন বেকার যার ঠিকানা ও বৃত্তি নেই। চালের বাতা (বিশেষ্য) কাঁচা ঘরের ছাদসংযুক্ত বাঁশ বা কাঠের লম্বা লম্বা ফালি। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+অ(ঘঞ্‌)}
    • Bengali Word চাল ৩ English definition [চাল্‌] (বিশেষ্য) ১ চলন; ধারা; রীতি; প্রথা; জীবনযাত্রা পদ্ধতি; আচার-ব্যবহার (সাবেক চাল)। ২ গতি; ভঙ্গি (দ্রুত চাল)। ৩ ধরন; ঢঙ; রকম (বলেন বটে কথা বার্তা অস্মৎ দেশীয় চালে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ মিথ্যা বড়াই বা আড়ম্বর প্রকাশ (চাল মারা)। ৫ অভিজাত বা আড়ম্বরপূর্ণ বা শৌখিন জীবনযাত্রা পদ্ধতি (হাওযা খেয়ে ঘুর ঘুর করাকেই এরা বলে চাল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৬ দাবা বা পাশার দান। ৭ কৌশল; ফন্দি; কার্যোদ্ধার বা বাজিমাত করাবার মতো ঘুটি চালা (উৎপীড়নে কোনই সুফল ফলিল না দেখিয়া এইবার তাহারা এক নতুন চাল চালিল-আবু হেনা মোস্তফা কামাল)। চালকমানো (ক্রিয়া) ১ জীবনযাত্রা আড়ম্বর হ্রাস করা। ২ খরচ কমানো; ব্যয় সংকোচ করা। চাল-চলন (বিশেষ্য) ১ রীতি-নীতি; আচার-ব্যবহার (সাবেক চাল-চলন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মতিগতি। □(বিশেষণ) প্রকৃতি; স্বভাব; চরিত্র। চালচালা (ক্রিয়া) ফন্দি খাটানো; কৌশল প্রয়োগ করা। (কি মজার চালই চালা হয়েছে-মীর মশাররফ হোসেন)। চাল দেওয়া (ক্রিয়া) ১ মিথ্যা বড়াই বা বাহাদুরি করা। ২ চালাকি খাটানো। ৩ দাবা পাশা ইত্যাদি খেলার দান দেওয়া। চালবাজ, চালিয়াত (বিশেষণ) ১ মিথ্যা জাঁক করে এরূপ। ২ ফাঁকিবাজ; ঠক। ৩ ফন্দিবাজ। চাল বাড়ানো (ক্রিয়া) জীবনযাত্রার মান উচ্চ করা; চলাফেরার আড়ম্বর বৃদ্ধি করা; ব্যয়বাহুল্য দ্বারা আচার-ব্যবহারের পরিবর্তন ঘটানো। চালমাৎ (ক্রিয়া) ১ কৌশলে কার্যোদ্ধার হওয়া। □(বিশেষ্য) জয়; বিপক্ষের পরাজয়। □(বিশেষণ) দাবাখেলায় রাজার অচল অবস্থাবিশেষ। চালমারা (ক্রিয়া) ১ চালিয়াতি করা; বড়াই করা। ২ ফাঁকি দেওয়া; চালাকি করা। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+অ(ঘঞ্‌)}