• Bengali Word চাম English definition [চাম্‌] (বিশেষ্য) চর্ম; ত্বক (কাঁকনের ঘায়ে ছিঁড়িয়া বুকের চাম-জসীমউদ্‌দীন)। চামদড়ি (বিশেষ্য) ১ চামের দড়ি; তাঁতের দড়ি। ২ তাঁতের দড়ির মতো পাকানো ও চিকন; চামের দড়ির মতো কৃশ চেহারা (রোদে ঘুরে ঘুরে একেবারে চামদড়ি হয়ে গেছ যে)। চামসা, চিমসা (বিশেষণ) ১ শুকনা চামড়ার মতো (চেমসে গন্ধ)। ২ রোগা; শুকনা (চিমসে চেহারা)। {(তৎসম বা সংস্কৃত) চর্ম>; (ফারসি) চর্‌ম}
    • Bengali Word চামচ, চামচে ১ English definition [চামোচ্‌, চাম্‌চে] (বিশেষ্য) ক্ষুদ্র হাতা; চামিচ। {(তৎসম বা সংস্কৃত) চমস>, (ফারসি) চাম্‌চাহ্‌}
    • Bengali Word চামচা, চামচে ২ English definition [চাম্‌চা, চাম্‌চে] (বিশেষ্য) তোষামোদকারী; মোসাহেব; চেলা। {(তৎসম বা সংস্কৃত) চমস>; (ফারসি) চম্‌চহ্‌}