• Bengali Word চাবুক English definition [চাবুক] (বিশেষ্য) ১ কশা, বেত, চামড়া প্রভৃতি দিয়ে তৈরি প্রহরণ; ঘোড়া চালাবার প্রহরণ; whip (দড় বড়ি চড়ি ঘোড়া অমনি চাবুক-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বেত্রাঘাত (চাবুক খাওয়া)। ৩ মর্মস্পর্শী তিরস্কার বা আঘাত (কথার চাবুক)। চাবকানো, চাবকান (ক্রিয়া) চাবুক দিয়ে প্রহার করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। চাবকানি (বিশেষ্য) চাবুক দিয়ে প্রহার। চাবুক সোয়ার (বিশেষ্য) দক্ষ আরোহী; expert horseman or horse-breaker, jockey (সমুখে ফিরায়ে ঘোড়া চাবুক সোয়ার-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) চাবুক+সারার্‌}