- Bengali Word চাটা English definition [চাটা] (ক্রিয়া) (জিহবা দ্বারা) লেহন করা।
□(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে।
চাটাচাটি (বিশেষ্য) ১ একে অপরকে লেহন।
২ বারংবার চাটা।
৩ অন্তরঙ্গতা; অতিরিক্ত ঘনিষ্ঠতা বা মাখামাখি, দহরম-মহরম।
৪ পরস্পর পরস্পরের প্রশংসা;এক অপরের পিঠ চুলকানো।
চাটানো (ক্রিয়া) লেহন করানো।
□(বিশেষণ) উক্ত অর্থে।
[(হিন্দি) চাট্না; (বাংলা) √চাট্}
- Bengali Word চাটাই English definition [চাটাই] (বিশেষ্য) ১ দরমা।
২ খেজুর পাতা জাতীয় গাছের পাতায় তৈরি বস্তু।
{(তৎসম বা সংস্কৃত) কট>(বাংলা)চট; চটা+আই}
- Bengali Word চাটাচাটি English definition ⇒ চাটা