• Bengali Word চাঁটি, চাঁটা, চাটি English definition [চাঁটি, চাঁটা, চাটি] (বিশেষ্য) ১ করাঘাত; চপেটাঘাত; চড় (তবলায় চাঁটি মারা)। ২ লঘু চপেটাঘাত; অবজ্ঞা বা পরিহাসের ছলে করতল দিয়ে মৃতু আঘাত (চাঁটি মেরে বলো চম্পট কোথা দেবে-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) চপেট>}