• Bengali Word চরণ English definition [চরোন্‌] (বিশেষ্য) ১ পা; পদ। ২ কবিতার পদ বা পঙ্‌ক্তি; শ্লোকের এক-চতুর্থাংশ। ৩ বিচরণ; ভ্রমণ; চলন। ৪ আচরণ; অনুষ্ঠান বা ক্রিয়াকর্ম। চরণকমল, চরণপদ্ম (বিশেষ্য) ১ পাদপদ্ম; পদ্মের মতো শোভাময় যে চরণ। ২ সম্মানিত জনের পদ। চরণচারণ (বিশেষ্য) ১ পাদচারণ; পায়চারি। ২ চরণ চারণ করেন যিনি; চরণ সেবাপরায়ণ (পদ্মাবতী-চরণ-চারণ-জয়)। চরণচারী (বিশেষণ) পদব্রজে ভ্রমণকারী; পায়ে হাঁটা পথিক; পান্থ। চরণদাসী (বিশেষ্য) ১ পতি সেবাপরায়ণা স্ত্রী। ২ (ব্যঙ্গার্থ) সেবাদাসী। ৩ চরণদাসের অনুবর্তী বৈষ্ণব সম্প্রদায়। চরণ-ধুলা/ ধুলি, চরণ-রেণু (বিশেষ্য) পদধূলি। চরণ বাবুর জুড়ি-পদব্রজে গমন বা হেঁটে যাওয়ার ব্যবস্থা। চরণ সেবা (বিশেষ্য) ১ ভক্তিপূর্ণ পরিচর্যা। ২ পা টেপা। ৩ (ব্যঙ্গার্থ) তোষামোদ। চরণামৃত, চন্নামেত্ত (বিশেষ্য) হিন্দু সমাজে প্রচলিত পাদোদক-কোনো দেবমূর্তি বা সম্মানিত ব্যক্তির পা ধোয়া বা পদাঙ্গুলি ধোয়া জল। চরণাম্বুজ, চরণারবিন্দ (বিশেষ্য) পাদপদ্ম; চরণরূপ পদ্ম; পদ্মের মতো মনোহর (তাঁর চরণারবিন্দে কোটি কোটি নমস্কার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌+অন(ল্যুট্‌)}
    • Bengali Word অসদাচরণ English definition [অশদাচোরোন্] (বিশেষ্য) ১ মন্দ ব্যবহার বা আচরণ। ২ দুর্বৃত্ততা। অসদাচার (বিশেষ্য) ১ কদাচার। ২ দুর্বৃত্ততা। অসদাচারী বিণ। {(তৎসম বা সংস্কৃত) অসৎ+আচরণ, কর্মধারয় সমাস}
    • Bengali Word আচরণ English definition [আচরোন্] (বিশেষ্য) ১ চালচলন; ব্যবহার (সদাচরণ, মহদাচরণ, কোন আচরণই স্থানিক, কালিক ও ব্যক্তিক প্রভাব নিরপেক্ষ নয়( আহমদ শরীফ))। ২ অনুষ্ঠান পালন (ধর্মাচরণ)। আচরণীয় (বিশেষণ) ১ আচরণের বা ব্যবহারের যোগ্য (জলচরণীয়)। ২ বিধেয়; অনুষ্ঠেয় (আচরণীয় ধর্ম)। আচরিত১ (বিশেষণ) ১ আচরণ করা হয়েছে এমন; ব্যবহৃত। ২ অনুষ্ঠিত; কৃত। ৩ প্রচলিত (চিরাচরিত)। {(তৎসম বা সংস্কৃত) আ+√চর্ +অন(ল্যুট্)}