• Bengali Word চখা, চকা English definition [চখা, চকা] (বিশেষ্য) চক্রবাক; নদীতীরবাসী হংসজাতীয় পাখি (চখা হরিণীর মতো ভীত-কাজী নজরুল ইসলাম)। চখী, খখি, চকী, চকি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চক্রবাক}
    • Bengali Word চখা-চখি, চকা-চকি English definition [চখাচোখি, চকাচোকি] (বিশেষ্য) চক্রবাক ও চক্রবাকী (নিভৃত জলের ধারে চখা চখি কাকলি কল্লোলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চক্রবাক+চক্রবাকী>; (দ্বন্দ্ব সমাস)}