• Bengali Word চক ১ English definition [চক্‌] (বিশেষ্য) ১ প্রশস্ত ও চতুষ্কোণ ময়দান বা চৌকা ভূমি বা ক্ষেত্র। ২ নগর বা গ্রামের প্রধান স্থান বা বৃহৎ বাজার (চকবাজার, চাঁদনি-চক)। ৩ চতুষ্কোণ প্রাঙ্গন ও তার চতুর্দিকের দালান। ৪ তালুক বা তহসিল। চকবন্দি, চকবন্দী, চকবন্দ (বিশেষ্য) ১ জমি বা গ্রামের চারিদিকের সীমানা নির্ধারণ। ২ জমির ভাগ; লাট; তৌজিবন্দ। □(বিশেষণ) ১ জমির সীমানা নির্ধারণ হয়েছে এরূপ। ২ চকমিলান (অন্দরমহলে চকবন্দী আঙ্গিনায়-আবুল মনসুর আহমদ)। চক-মিলান (বিশেষণ) ১ শ্রেণিবদ্ধ অট্টালিকা যেগুলো একসঙ্গে মিলিয়ে নির্মিত। ২ চতুষ্কোণ উঠান ঘিরে যে শ্রেণিবদ্ধ বাড়িগুলো বা অট্টালিকাসমূহ নির্মিত। {(তৎসম বা সংস্কৃত) চতুষ্ক>}
    • Bengali Word চক ২ English definition [চক্‌] (বিশেষ্য) ফুলখড়ি; খড়িমাটি। {(ইংরেজি) chalk}
    • Bengali Word চকচক ১ English definition [চক্‌চক্‌] (অব্যয়) জিহ্বার সাহায্যে তরল পদার্থ পান করার শব্দ। {ধ্বন্যাত্মক}