• Bengali Word চই, চৈ English definition [চোই] (বিশেষ্য) ১ পিপুলজাতীয় লতা এবং তার ডাল ও মূল। ২ গজপিপ্পলী; piper chaba। {(তৎসম বা সংস্কৃত) চরি>}
    • Bengali Word চই-চই, চৈচৈ English definition [চোইচোই] (অব্যয়) হাঁসকে ডাকার শব্দ। {ধ্বন্যাত্মক}
    • Bengali Word চইড় English definition [চোইড়্‌] (বিশেষ্য) নৌকার লগি; নৌকা চালানোর কাজে ব্যবহৃত সরু ও দীর্ঘ বংশদণ্ড। {(তৎসম বা সংস্কৃত) √চর্‌>}