• Bengali Word ঘ্যান ঘ্যান , ঘেন ঘেন English definition ঘ্যান্‌ ঘ্যান্‌] (অব্যয়) ১ বিরক্তিজনক নাকি কান্না বা একঘেয়ে অনুযোগের শব্দ। ২ একঘেয়ে কাতর প্রার্থনা। ৩ টানা সুরে বক বক (বার বার ঘ্যান ঘ্যান করে বোকার মত কথা বলছিল-সুকুমার রায়)। ঘ্যানঘেনে, ঘেনঘেনে বিণ। ঘ্যান ঘ্যান প্যান প্যান ( বিশেষ্য) অনবরত নাকি কান্না ও অনুযোগ; দীর্ঘকালব্যাপী সরোদন অনুযোগ-অভিযোগ। ঘ্যান-ঘ্যানানি (বিশেষ্য) একঘেয়ে বিরক্তিকর উক্তি বা অভিযোগ অথবা কাতর প্রার্থনা (কোন বাঙ্গালির ঘ্যানঘ্যানানি ছাড়া অন্য ব্যবসা আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ঘ্যানর ঘ্যানর (বিশেষ্য) ১ ক্রমাগত ঘ্যান ঘ্যান; অবিরাম অনুযোগ বা অনুনয়ের নাকি কান্না। ২ একটানা বিরক্তিকর শব্দ। {ধ্বন্যাত্মক}