• Bengali Word ঘোষণা , ঘোষণ English definition [ঘোশোনা, ঘোশোন্‌] (বিশেষ্য) ১ উচ্চ রবে প্রচার। ২ বিজ্ঞাপন; বিজ্ঞপ্তি; ইস্তেহার। ৩ প্রকাশ্যে বা দস্তুরমাফিক জ্ঞাপন (যুদ্ধ ঘোষণা)। ৪ উচ্চ শব্দকরণ। ঘোষণাপত্র, ঘোষপত্র (বিশেষ্য) বিজ্ঞাপন; নোটিস; ইস্তেহার; প্রচারপত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুষ্‌+অন(ল্যুট্)+আ}