• Bengali Word ঘোর English definition [ঘোর্‌] (বিশেষ্য) অন্ধকার। ২ আচ্ছান্নতা; আবেশ; জড়তা। ৩ মোহ; নেশা; ভ্রান্তি। □ (বিশেষণ) ১ ভয়ঙ্কর; দারুণ; বিষম। ২ অত্যন্ত; উৎকট; বেহদ্দ (ঘোর মাতাল)। ৩ নিবিড়; ঘন। ৪ গভীর; গাঢ়। ৫ দুর্গম; দুর্ভেদ্য। ঘোরা (স্ত্রীলিঙ্গ) ( বিশেষণ) (ঘোরা যামিনী)। ঘোর ঘোর (বিশেষ্য) ১ আধো অন্ধকার ভাব; অল্প অল্প অন্ধকার। ২ আচ্ছন্নতার ভাব; জড়তার ভাব। ৩ নেমার ভাব; মোহের ভাব (উহার চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখি নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ঘোরতর (বিশেষণ) ১ প্রচণ্ড; অতি নিদারুণ। ২ অতি ভয়ঙ্কর। ৩ দুইয়ের মধ্যে অধিক ঘোর। ঘোরতরা (স্ত্রীলিঙ্গ)। ঘোর দর্শন (বিশেষণ) ভয়ানক মূর্তি; বিকটাকার। ঘোর দর্শনা। ঘোরপেঁচ, ঘোরপ্যাঁচ (বিশেষ্য) ১ গোলমাল; জটিলতা। ২ কুটিলতা। ঘোর লাগা (বিশেষণ) ধাঁধাপূর্ণ; ধাঁধা লাগানো; বিভ্রান্তকারী (ঘোর লাগা রাস্তা এই পৃথিবীর-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ঘুর্‌+অ(অচ্‌)}