• Bengali Word ঘোঁট , ঘোট , গোঁট English definition [ঘোঁট্‌, ঘোট, গোঁট] (বিশেষ্য) ১ তরল পদার্থ মন্থন বা আলোড়ন। ২ জটলা; বিক্ষোভ; আন্দোলন (রামমোহন রায়ের স্ত্রীর শ্রাদ্ধে দলাদলির ঘোঁট-কালীপসন্ন সিংহ)। ৩ দলাদলি; বিরোধ (মর্ত্যে আসি নাই মোরা করতে জেতের ঘোঁট-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ঘোঁটন, ঘোঁটনা Þ ঘোটন। ঘোঁট পাকানো (ক্রিয়া) ১ জটলা পাকানো; আন্দোলন সৃষ্টি করা। ২ দলাদলি সৃষ্টি করা। ৩ জট পাকানো; পেঁচ পড়ানো; জটিলতা সৃষ্টি করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>ঘোঁট}
    • Bengali Word ঘোঁটমণ্ডল English definition [ঘোঁট্‌মন্‌ডোল্‌] (বিশেষ্য) ১ কলঙ্কজনক কোনো কাহিনী নিয়ে গ্রামের লোকদের মধ্যে কথাবার্তা ও আলাপ-আলোচনা। ২ গোলমাল বা চেঁচামেচি সহ বিশৃঙ্খলা; হট্টগোল; এলোমেলো প্রবাহ (সেথা দিয়ে গায় কুয়াসার ভোট-কম্বল সত উদাসীন বাতাসের ঘোঁটমণ্ডল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ঘোঁট+মণ্ডল}
    • Bengali Word ঘোঁটা , ঘুঁটা English definition [ঘোঁটা, ঘুঁটা] (ক্রিয়া) ১ আলোড়ন করা; মন্থন করা। ২ মিশ্রিত করা; মাড়া। ৩ বিশেষ আন্দোলন করা; তোলপাড় করা। ৪ আতিপাতি সন্ধান করে বেড়ানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ঘোঁটানো (ক্রিয়া) অন্যের দ্বারা আলোড়ন করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ঘট্ট>(বাংলা) √ঘোঁট+আনো}