• Bengali Word ঘোঁজ , ঘোঁচ English definition [ঘোঁজ্‌, ঘোঁচ্‌] (বিশেষ্য) ১ বক্রভাব; কুঞ্চন; সংকোচ (ঠোঁট দুটোকে ঘোঁচ কর-(কাজী নজরুল ইসলাম))। ২ বক্রস্থান; বাঁক; পথ বা ক্ষেতের মোড়। ৩ কোণ। □ (বিশেষ্য), (বিশেষণ ) ঘুঁজি। □ (বিশেষণ) বাঁকা। ঘোঁজ-ঘাঁজ, ঘোঁচঘাঁচ (বিশেষ্য) ১ অপরিসর জায়গা; সংকীর্ণ স্থান। ২ আড়াল-আবডাল; আনাচ-কানাচ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গঞ্জ>(?)}