• Bengali Word ঘেরা , ঘিরা English definition [ঘেরা, ঘিরা] (ক্রিয়া) ১ বেষ্টন করা (প্রাচীর দিয়ে ঘেরা)। ২ বেষ্টনী দেওয়া; বেড়া দেওয়া। ৩ আচ্ছাদিত বা আবৃত করা; ছাওয়া (কাপড় ঘিরিয়া ছাই তৈয়ারী করিয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৪ ব্যাপ্ত করা বা হওয়া; ছেয়ে ফেলা (অসৎ লোকে দেশ ঘিরেছে)। □ (বিশেষ্য) ১ বেড়া; বেষ্টনী (কাঞ্চির ঘেরা বাঁধিয়া-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ বেষ্টিত বা আবৃতকরণ। ৩ বেষ্টিত স্থান। ৪ ঘের। □বিণ বেষ্টিত। ঘেরানো, ঘেরান, ঘিরানো, ঘিরান (ক্রিয়া) ১ বেষ্টিত বা অবরুদ্ধ করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √বেষ্ট্‌>√বেড়>ঘের>(বাংলা) আ}
    • Bengali Word ঘেরাও English definition [ঘেরাও] (বিশেষ্য) ১ বেষ্টিত স্থান। ২ বেষ্টন; অবরোধ। □ (বিশেষণ) অবরুদ্ধ; পরিবেষ্টিত। □ (ক্রিয়া) বেষ্টন করা;অবরোধ করা (কর্মচারীরা বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য অফিস ঘেরাও করলো)। ঘেরাটোপ (বিশেষ্য) ১ কাপড়ের ঢাকনা বা গিলাফ; ওয়াড় (বাকস পেটরাতে নিজের হাতে বোনা ঘেরাটোপ-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ বোরখা; বুরকা। ৩ আবরণ; আচ্ছাদন (তার মুখটা নিজেকে যেন লুকিয়ে রাখে ভদ্রভাবের ঘেরাটোপে-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √বেষ্ট্‌>বেড়> ঘের+আও}